শনিবার, ১০ অক্টোবর, ২০০৯

আইটি বাংলা রিভিউ: সংখ্যা-৫; এপ্রিল ২০০৯


যথারীতি প্রকাশিত হলো আইটি বাংলার ৫ম সংখ্যা। এ সংখ্যায় নিয়মিত বিভাগগুলির পাশাপাশি যুক্ত করা হয়েছে অসংখ্য ইউজফুল লিঙ্কস্। আর সবচে বড় পরিবর্তন আনা হয়েছে এর ইন্টারফেস এ। ব্যবহারে আনা হয়েছে সাবলীলতা। উইন্ডোজ চালাতে সক্ষম যে কারো পক্ষে এর সমস্ত ফিচার উপভোগ করা সম্ভব কারো সাহায্য ছাড়াই। এতে রয়েছে জনপ্রিয় থ্রিডি এনিমেশন সফটওয়্যার 'মায়া'র উপর একটি টিউটোরিয়াল, টিপস এ রয়েছে নিজেই এন্টিভাইরাস তৈরী করাসহ এ ধরণের অনেক প্রয়োজনীয় ও মজার মজার টিপস ও টিউটোরিয়াল, আর নিয়মিত ফিচারগুলি- গান, সফটওয়্যার, ডেস্কটপ থিমস, গেমস, ওয়ালপেপার, স্ক্রীনসেভার, ট্রেইলার, কিডস কর্ণার এসবতো আছেই। আজই সংগ্রহ করুন আপনার কপি... আর আপনার ফিডব্যাক সবসময় সাদরে গৃহীত হবে।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন