শনিবার, ১০ অক্টোবর, ২০০৯

আইটি বাংলা রিভিউ: সংখ্যা-১; অক্টোবর ২০০৭


২০০৭ এর ফেব্রুয়ারীতে ঝিনাইদহের কিছু উদ্যোমী তরুণের সমন্বয়ে তাদের ক্ষুদ্র কম্পিউটার ও আইটি সংশ্লিষ্ট জ্ঞানকে পুঁজি করে গঠিত হয় গ্রাফিক্স ওয়ার্ল্ড নামে একটি কম্পিউটার ও আইটি ভিত্তিক ধর্ম ও রাজনীতিমুক্ত একটি সংগঠন। এরই ধারাবাহিকতায় একই বছরের অক্টোবরে ঝিনাইদহের প্রথম ডিজিটাল আইটি ম্যাগাজিন হিসাবে যাত্রা শুরু করলো আইটি বাংলা। এতে প্রাধান্য দেয়া হয়েছে তরুণ কম্পিউটার ব্যবহারকারীদের পাশাপাশি শিশুদেরকে। আর সবচে বড় ব্যাপার, তথ্যপ্রযুক্তির সাথে সাহিত্যের সংমিশ্রণে একে দেয়া হয়েছে এক ভিন্ন মাত্রা। এতে রয়েছে, আইটি নিউজ, সফটওয়্যার, ওয়ালপেপার, স্ক্রীনসেভার, হার্ডওয়ার পরিচিতি, বিনোদন, কিডস কর্ণার, গ্রাফিক্স, গেমস, টিপস, টিউটোরিয়াল আরো অনেককিছু। এর যেকোন অংশই আপনার কাজে আসলে আমাদের প্রয়াস সার্থক বলে মনে করবো।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন