শনিবার, ১০ অক্টোবর, ২০০৯

আইটি বাংলা রিভিউ: সংখ্যা-২; ডিসেম্বর ২০০৭


বিজয়ের মাস ডিসেম্বর। আইটি বাংলার দ্বিতীয় সংখ্যাটি প্রকাশিত হলো এ মাসে বিজয় দিবস সংখ্যা হিসেবে। এতে নিয়মিত বিভাগগুলির পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসংখ্য দুর্লভ আলোকচিত্রের সমন্বয়ে প্রকাশিত হলো মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক একটি ইমেজ শো। হার্ডওয়ার পরিচিতিতে নতুন ব্যবহারকারীদের জন্য পরিচয় দেয়া হয়েছে বিভিন্ন প্রকার প্রসেসর এবং হার্ডডিস্কের। সাহিত্য পাতায় কবিতা ও ছোটগল্পের পাশাপাশি ধারাবাহিক উপন্যাস জিম করবেট'র বিখ্যাত মন্দিরের বাঘতো আছেই। আছে প্রয়োজনীয় সফটওয়্যার, গেমস, মুভি ট্রেইলার, গেমস ট্রেইলার, মিউজিক ভিডিও, এমপিথ্রি, ওয়ালপেপার, স্ক্রীনসেভার, রিসেন্ট আইটি নিউজ, কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অসংখ্য প্রয়োজনীয় টিপস ও টিউটোরিয়াল, কিডস ফান আরো কত কী!

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন