শনিবার, ১০ অক্টোবর, ২০০৯

আইটি বাংলা রিভিউ: সংখ্যা-৩; ফেব্রুয়ারী ২০০৮


অত্যন্ত তড়িঘড়ি করে প্রকাশিত হলো আইটি বাংলার ফেব্রুয়ারী ২০০৮ সংখ্যাটি। তারপরও এর কুশলীবৃন্দকে ম্যাগাজিনটির উপর যথেষ্ট যত্নশীল বলে মনে করি। সংখ্যাটির পিছনে রুবেল ও সুব্রতর পরিশ্রমকে অস্বীকার করা আমার পক্ষে অসম্ভব। সংখ্যাটিতে নিয়মিত বিভাগগুলির সাথে যুক্ত করা হয়েছে পড়াশুনা ও সাধারণ জ্ঞান। পড়াশুনা বিভাগে গাণিতিক মজার কিছু সুত্র ও সমীকরণ উল্লেখ করেছেন জনাব মোঃ শামীম রেজা (বিসিএমসি, যশোর)। সাধারণ জ্ঞান বিভাগটিও সবার কাজে আসবে বলে মনে করি। নতুন কিছু বিভাগে আইটি সেক্টরে বাঙ্গালীদের অগ্রযাত্রা ও উদ্ভাবনা তুলে ধরা হয়েছে। আর পাঠকের পৃথিবী সাজানো হয়েছে আপনাদের লেখা ফিচার, টিপস ইত্যাদি নিয়ে। আর এ সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে সেই ভাষা শহীদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আজকের বাংলা ডিজিটাল ম্যাগাজিন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন