বুধবার, ২৫ নভেম্বর, ২০০৯

ফটোশপে তৈরী করুন ইয়াহু মেসেঞ্জার স্মাইলি






আমরা ছোট ছোট কয়েকটা ধাপে খুব সহজেই ইয়াহু মেসেঞ্জারের স্মাইলি তৈরী করতে পারি। তো চলুন শুরু করা যাক।

ডকুমেন্ট ও ব্যাকগ্রাউন্ড
কাজ শুরু করার জন্য প্রথমে 200 px X 200 px এর 300 dpi রেজুলেশনের একটি ডকুমেন্ট নিন। এবার একে #e9d5ed থেকে #9533ad.কালারের গ্র্যাডিয়েন্ট এফেক্ট দিন। ফলে আপনি এরকম একটি ব্যকগ্রাউন্ড পাবেন।


এবার বেস তৈরী করতে হবে
এর জন্য Layer মেনু থেকে New এর অন্তর্গত Layer এ ক্লিক করে একটি নতুন লেয়ার তৈরী করুন। এবার উক্ত লেয়ারের মাঝামাঝি স্থানে একটি বৃত্তাকার সিলেকশন তৈরী করুন এবং তাকে #f7ee67 কালার দ্বারা ফিল করুন। ফলে এরকম দেখাবে

এবার উক্ত লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করে Blending Options থেকে নিচের মত করে Drop Shadow

এবং Gradient Overlay প্রয়োগ করুন।

ফলে উক্ত লেয়ারের বৃত্তটি এরকম দেখাবে


এবার এফেক্ট দিতে হবে
এবার আপনি কি-বোর্ড থেকে Ctrl কি চেপে ধরে রাখা অবস্থায় লেয়ার প্যালেট থেকে উক্ত লেয়ারটির উপরে ক্লিক করুন। ফলে উক্ত লেয়ারটিকে ঘিরে একটি সিলেকশন তৈরী হবে।

এবার কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। ফলাফল হিসেবে নতুন একটি বৃত্তাকার লেয়ার তৈরী হবে। এবার নতুন লেয়ারটিকে আবার Ctrl চেপে ধরে রাখা অবস্থায় ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে মেনুবার থেকে Select > Modify > Contract কমান্ড দিন এবং লেয়ারটিকে #ffffff (শাদা) কালার দ্বারা ফিল করুন।

 এবার আপনার সিলেকশনটিকে আনুমানিক  4px ডানে এবং 1px নিচের দিকে সরিয়ে নিন।

 এবার আপনার কিবোর্ড থেকে Delete কি প্রেস করুন। ফলে আপনি নিচের মত চন্দ্রাকৃতির একটি শাদা লেয়ার পাবেন।

 এখন প্রয়োজেন ctrl চেপে ধরে রাখা অবস্থায় + চেপে জুম বাড়িয়ে নিন এবং নিচের ছবির মত করে ইরেজার টুলের মাধ্যমে মুছুন।

এবার আপনি সিলেকশন টুলের মাধ্যমে উক্ত চন্দ্রাকৃতির লেয়ারটির নিচের অংশ সিলেক্ট করুন এবং মাউসের রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে কমান্ড দিন layer via cut । ফলে আপনি দু্ইটি লেয়ার পাবেন। এদেরকে নাম দিন যথাক্রমে Top এবং Bottom

 এবার আপনার Top লেয়ারের Opacity দিন 80% এবং Bottom লেয়ারের Opacity দিন 55% ফলে নিচের মত দেখাবে।


এবার চোখ বানাতে হবে 
সবার উপরে নতুন আরেকটি লেয়ার তৈরী করুন। এবার 5px X 5px (আপনার চিত্র অনুযায়ী এর আকার ছোটবড় হতে পারে) সাইজের একটি বৃত্ত তৈরী করুন এবং #2b37a5 কালার দ্বারা ফিল করুন। ফলে নিচের মত চোখ তৈরী হবে।

 একই ভাবে আরেকটি চোখ তৈরী করুন। কাজটি আপনি উক্ত লেয়ারটির ডুপ্লিকেট তৈরী করার মাধ্যমেও করতে পারেন।


চোখ বানানো হলো, চলুন মুখটা বানিয়ে ফেলি
মুখ বানানোর জন্য প্রথমে একটি নতুন লেয়ার তৈরী করুন এবং তার উপরে elliptical marquee tool এর সাহায্যে নিচের চিত্রের মত একটি সিলেকশন তৈরী করুন।

এবার সিলেকশনটিকে নিচের মত করে কালো রং দ্বারা ফিল করুন।

 এবার একটি চারকোনা আকৃতির সিলেকশন তৈরী করার মাধ্যমে নিচের মত করে বৃত্তের অর্ধেকটা সমানভাবে মুছে ফেলুন।

এখন উক্ত লেয়ারটিকে Blending Options থেকে প্রথমে Gradient Overlay

 এবং তারপর Stroke দিতে হবে।

 ফলে আপনার চিত্রটি নিচের মত দেখাবে।


শেষ ধাপ: ফিনিশিং
সবার উপরে নতুন আরেকটি লেয়ার তৈরী করুন এবং নিচের মত করে একটি চারকোনা সিলেকশন তৈরী করে তাকে শাদা রং দিয়ে ফিল করুন। ফলে চিত্রটি নিচের মত দেখাবে

 এবার উক্ত লেয়ারটিকে ব্লেন্ডিং অপশন থেকে হালকা ইনার শ্যাডো এবং গ্রাডিয়েন্ট ওভারলে দিন। যার ফলে এরকম দেখতে পাবেন।

 এবার আপনার প্রথম বেস লেয়ারটিকে ধরে হালকা একটু ড্রপ শ্যাডো দিন। ব্যস তৈরী হয়ে গেলো আপনার ইয়াহু মেসেঞ্জার স্মাইলি। এবার আসল স্মাইলির সাথে আপনারটি মিলিয়ে নিন।

২টি মন্তব্য:

  1. আপনাকে ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল এর অপেক্ষায় থাকলাম

    উত্তরমুছুন
  2. আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

    উত্তরমুছুন