শনিবার, ৭ নভেম্বর, ২০০৯

কিভাবে ব্লগস্পট সাইটে ওয়ার্ডপ্রেস-এর মত পেজ নাম্বার যুক্ত করবেন?


 আমরা ওয়ার্ডপ্রেস বা অন্যান্য ইঞ্জিনের সাইটগুলিতে পেজ নাম্বার দেখে থাকি। অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে গুগল কর্তৃক প্রোভাইডকৃত Blogger এর Blogspot সাইটে এই সুবিধাটি এখন পর্যন্ত নেই। কিন্তু এটাও ঠিক আমরা খুব সহজ একটি ট্রিকসের মাধ্যমে ব্লগস্পট সাইটেও পেজ নাম্বার যক্ত করতে পারি যার উদাহরণ এই সাইটটি। এখন আমরা সেই বিষয়েই আলোচনা করবো। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।


প্রথম ধাপ
প্রথমে আপনার Blogger এ্যাকাউন্টে লগইন করুন। এবার ড্যাশবোর্ড থেকে যে ব্লগটিতে পেজ নাম্বার যোগ করতে চান তাতে তার নিচে লাখা Layout লিংকে ক্লিক করে লেআউট পেজে যান। এখান থেকে আমাদেরকে যেতে হবে Edit HTML পেজ এ। নিরাপত্তার স্বার্থে Download Full Template এর মাধ্যমে আপনার বর্তমান টেম্পলেটটির একটি ব্যাকআপ রাখুন যাতে কোন ভুল হলেও টেম্পলেটটি আবার ফিরে পাওয়া যায়।

দ্বিতীয় ধাপ
এবার Ctrl+F প্রেস করুন।



এই লাইনটি খুজে বের করুন। খুজে পাবার পর লাইনটির ঠিক উপরের লাইনে CSS Code টি পেস্ট করুন।
এবার আবার সার্চ করুন এবং
 
কোডটি খুজে বের করুন। এখানেই দেখুন পরবর্তী বা তার দু এক লাইন নিচে



কোডটি আছে। কোডটির ঠিক নিচের লাইনে পেস্ট করুন এই Javascript Code টি। ব্যস আপনার কাজ শেষ। এবার আপনার টেম্পলেটটি সেভ করুন এবং আপনার ব্লগটি ভিজিট করুন। দেখবেন পেজের নিচে পেজ নাম্বার এসে গেছে।

উল্লেখ্য- আপনি আপনার ইচ্ছামত নির্ধারন করতে পারবেন, কতটি পেজ এর তালিকা দেখাবে এবং প্রতি পেজ এ কতটি পোস্ট থাকবে।

নিচের ঘরে মন্ত্যবের মাধ্যমে এ বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত জানাতে পারেন।

৫টি মন্তব্য:

  1. সব তো ঠিক আছে কিন্তু বড় ভাই, পেইজ কিভাবে বাড়াবো সেটা ক্লিয়ার করে বলেন নাই।জানালে উপকার হত।
    ধন্যবাদ।।

    উত্তরমুছুন
  2. rnsi007
    আপনি জানতে চেয়েছেন, পেজ কিভাবে বাড়াবেন সে বিষয়ে...

    আপনি স্বাভাবিকভাবেই আপনার ব্লগে পোস্ট করলে তা নিজে থেকেই এর সাথে যুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা কোন কোড এর প্রয়োজন নেই

    উত্তরমুছুন
  3. ধন্যবাদ।
    আমি করতে পেরেছি।
    আপনার এই পোস্ট আমার সংগ্রহশালায় সংগ্রহের উদ্দেশ্যে সংগ্রহ করেছি।
    http://foysalsdiary.blogspot.com/2009/11/blog-post.html
    এই লিংকটি দেখুন।
    যদি আপনার কোন অভিযোগ বা মতামত থাকে তাহলে আমাকে জানালে উপকৃত হব।
    dukhimiya.f@gmail.com

    উত্তরমুছুন
  4. http://online-make-money-sense.blogspot.com/
    http://BDJOKES4U.blogspot.com/
    http://bp8.blogspot.com/

    উত্তরমুছুন
  5. আমার ডিজিটাল ডায়েরী, আপনি যেহেতু কপিপেস্ট নীতিমালা অনুসরণ করেই উক্ত পোস্টটি সংগ্রহ করেছেন সেহেতু আমাদের কোন আপত্তি নেই।

    MRS RINA AKTER, আপনি মন্তব্যের ঘরে যেভাবে আপনার সাইটের ব্যাকলিংক তৈরী করার চেষ্টা করছেন, তা আসলে স্পাম এর পর্যায়ে পড়ে। ব্লগের পরিচ্ছন্নতার স্বার্থে আপনাকে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে এভাবে ইউআর্এল পেস্ট না করার জন্য। তবে যেহেতু এটা প্রথমবার, সেক্ষেত্রে আপনার মন্তব্যটা এই মুহুর্তে Delete করা হচ্ছে না। আপনি যদি একান্তই আপনার সাইটের বিজ্ঞাপন দিতে চান তবে আপনার সাইটের জন্য বিজ্ঞাপন তৈরী করে mamun.tsm.itbo@blogger.com ইমেইল এ্যড্রেস-এ পাঠিয়ে দিন। আমরা তা আইটি বাংলা অনলাইনে প্রকাশ করবো।

    উত্তরমুছুন