মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯

সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা


বর্তমানে সময়ে নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ব্যক্তিগত কোন ব্লগ নেই এমন লোকের সংখ্যা খুবই কম। এর ছোয়া লেগেছে বাংলাদেশেও। কয়েক বছরে জন্ম নিয়েছে ছোট বড় অসংখ্য ব্লগ। বাংলা ব্লগের সংখ্যাও নিতান্ত কম নয়। আনন্দের বিষয় যে, জার্মান বেতার সংস্থা ডয়চে ভেলে কর্তৃক আয়োজিত বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ পুরস্কার এর ষষ্ঠ আসরে যোগ হলো বাংলা ভাষা।

এ প্রতিযোগিতায় নিজস্ব অন্তত একটি ব্লগ আছে এমন যে কেউ অংশগ্রহণ করতে পারেন। আর এ প্রতিযোগিতায় নিজের ব্লগটি জমা দেবার শেষ তারিখ আসছে ভ্যালেন্টাইন্স ডে (১৪ ফেব্রুয়ারী)।

বর্তমান সময়ে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ায় এখন অন্যতম আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন৷ সেইসাথে বেস্ট অফ ব্লগ প্রতিযোগিতার অন্যান্য ক্যাটেগরির পাশাপাশি এবছর যুক্ত করা হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ ব্লগ পুরস্কার৷ আর তাই, আপনি যদি একজন ক্লাইমেট বা জলবায়ু ব্লগার হয়ে থাকেন, তাহলে আর দেরি কেন? এখনই জমা দিন আপনার জলবায়ু বিষয়ক বাংলা ব্লগ৷


প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনার ব্লগ সম্পর্কে বাংলায় লিখতে হবে কয়েক লাইন৷ জানাতে হবে আপনার ব্লগটি কোন বিষয়ের উপরে৷ এরপর এই বছরের বাংলা ব্লগ প্রতিযোগিতায় নিশ্চিত করতে হবে আপনার অংশগ্রহণ৷

বিজয়ী ঘোষণা

২০১০ সালের এপ্রিলে বেস্ট অফ ব্লগস নির্বাচকরা অনলাইন ভোটাভুটির ফলাফলের ভিত্তিতে ঘোষণা করবেন বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ীদের নাম এবং ২০১০ সালের জুনে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফেরাম-এ বেস্ট অফ ব্লগস এওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷

আপনি যদি মনে করেন আপনার ব্লগটি প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য তবে আর দেরি কেন?প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনাকে যেতে হবে দি ববস ডট কম এ। আর এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন ডয়চে ভেলে'র অফিসিয়াল ওয়েবসাইটে।




0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন