মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯

মোবাইলে টরেন্ট এর ব্যবহার



প্রযুক্তির কল্যাণে টরেন্ট এসে গেছে মোবাইল জগতেও। মোবাইলের জন্য এমনই একটি টরেন্ট ক্লায়েন্ট এ্যপ্লিকেশনের নাম SymTorrent. আপনি যদি সিম্বিয়ান সেকেন্ড এডিশনের মোবাইলফোন ব্যবহারকারী হন তবে আপনার প্রয়োজন SymTorrent.sis ফাইলটি আর যদি আপনার ফোনটি থার্ড এডিশনের হয় তবে আপনার লাগবে Symtorrent.sisx

এ্যাপ্লিকেশনটি আপনার ফোনে সেটআপ দেবার পর আপনি নিচের মত একটি আইকন সম্বলিত সফটও্যারটি পাবেন।

 এ্যাপ্লিকেশনটি রান করার পর স্ক্রীনে এরকম দেখতে পাবেন।

এখন আপনার প্রয়োজন একটি .torrent ফাইল। টরেন্ট ফাইল ডাউনলোডের জন্য আমি আমার মোবাইল থেকে UCWeb6 এর মাধ্যমে Torrentz সার্চ ইঞ্জিন ব্যবহার করি। আপনি আপনার পছন্দের যেকোন এ্যাপ্লিকেশন/সাইট ব্যবহার করতে পারেন অথবা অন্য কোন সোর্স থেকেও আপনার প্রয়োজনীয় টরেন্ট ফাইলটি সংগ্রহ করতে পারেন।

ধরা যাক, এই মূহুর্তে আপনার মোবাইল ফোনে একটি .torrent ফাইল রয়েছে। এখন আপনি আপনার SymTorrent এ্যাপ্লিকেশনের Option এ যান। আপনি নিচের মত দেখতে পাবেন।

এখান থেকে Setting এ যান।

সেটিং এ প্রথমেই দেখতে পাবেন Download files to
এখানে আপনি লোকেশন দেখিয়ে দিন আপনার ডাউনলোডকৃত ফাইলটি কোথায় ডাউনলোড হবে। এরপর রয়েছে Network Connection এখানে আপনার ফোনে ব্যবহৃত নেটওয়ার্ক কানেকশনটি দেখিয়ে দিন। বাকি সবকিছু অপরিবর্তিত রাখতে পারেন। এবার ওখান থেকে বেরিয়ে আসুন।

আবার অপশনে যান এবং Add Torrent file সিলেক্ট করুন।

এখান থেকে আপনার মোবাইলে যে .torrent ফাইলটি রয়েছে তার লোকেশন দেখিয়ে দিন।


ফলে আপনার ডাউনলোড লিস্টে উক্ত টরেন্ট ফাইলটি যু্ক্ত হবে এবং আপনার মোবাইল স্ক্রীনে নিচের মত দেখাবে।

এভাবে আপনি যে টরেন্টগুলো ডাউনলোড করতে চান তা একে একে ডাউনলোড লিস্টে সংযুক্ত করুন।

এখন আপনার ডাউনলোডের অবস্থা আরেকটু বেশী করে জানতে আপনার ডাউনলোড লিস্ট থেকে উক্ত টরেন্টটির উপরে ক্লিক করুন। ফলে আপনার সামনে নিচের মত স্ক্রীন আসবে।

চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি-
১. যে ফাইলটি ডাউনলোড হচ্ছে তার সাইজ
২. ফাইলটির যতটুকু এ পর্যন্ত ডাউনলোড হয়েছে (%)
৩. ডাউনলোড স্পীড KB/s
৪. আপলোড স্পীড KB/s
৫. এ্যাকটিভ কানেকশন (সীড)

এবার আপনার ফোনের জয়স্টিকটি ডানদিকে চাপ দিন। ফলে আপনি এরকম দেখতে পাবেন-

আপনি যে ফোল্ডারটি ডাউনলোড করছেন তার ভিতরের ফাইলগুলে দেখাচ্ছে। সবুজ রংয়ের টিক চিহ্ন দেয়াগুলি ডাউনলোড হয়ে গেছে। আর লাল রংয়ের ক্রস চিহ্ন দেয়াগুলি এখনো কমপ্লিট হয় নি।

আরো বিস্তারিত দেখতে চাইলে জয়স্টিকটি আরেকবার ডানদিকে চাপ দিন।

এবার Back করুন। ফলে আপনি মূল স্ক্রীনে ফেরত আসবেন।

এখান থেকে আপনার জয়স্টিকটি ডান দিকে চাপ দিন। ফলে আপনি এরকম স্ক্রীন দেখতে পাবেন।

এখানে দেখাচ্ছে
১. এই সেশনে মোট ডাউনলোডের পরিমাণ
২. এই সেশনে মোট আপলোডের পরিমাণ
৩. ইনকামিং কানেকশনের সংখ্যা
৪. বর্তমান ট্র্যাকার সার্ভার

আপনার কাজ শেষ। এখন আপনার SymTorrent আপনার ফাইলটিগুলি নিজের মত ডাউনলোড করতে থাকবে। ডাউনলোড শেষ হয়ে গেলে আপনার স্ক্রীনে এরকম দেখাবে।

অর্থাৎ আপনার ডাউনলোড শেষ। এখন আপনার ফাইলটি অন্যদের সাথে শেয়ার করা হচ্ছে। এখন আপনি ডাউনলোড লিস্ট থেকে উক্ত টরেন্ট ফাইলটি মুছে দিন।

আমি কেন SymTorrent পছন্দ করি
আমি পিসির টরেন্ট ক্লায়েন্টগুলোর চাইতে SymTorrent বেশী পছন্দ করি তার কারনগুলোর মধ্যে-
১. ডাউনলোড চলাকালীন সময়ে এটি সাধারণত আপলোড করেনা তাই ডাউনলোড স্পীড পিসি থেকে বেশী পাই
২. বিদ্যুৎ চলে যাবার ভয় নেই
৩. চলন্ত অবস্থায় এমনকি গাড়িতে বসেও প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করতে পারি ইত্যাদি ইত্যাদি।

এই পোস্টটি লিখতে লিখতে যে ৩৫টা ওয়ালপেপার SymTorrent এর সাহায্যে ডাউনলোড করলাম তার একটি


নিজস্ব লেখা পূর্বে রংমহলে প্রকাশিত

1 টি মন্তব্য: