বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০০৯

চলুন ব্লগস্পট ব্লগ থেকে ব্লগার আইকন বদলে ফেলি


ব্লগস্পটের সাহায্যে ব্লগ তৈরী করার অভিজ্ঞতা কমবেশী আমাদের সবারই আছে এবং এই সূত্রে আমরা সবাই ব্লগার আইকনের সাথে সবাই পরিচিত যা ডিফল্ট হিসেবে এড্রেসবারে ব্লগস্পট সাইটের ইউআরএলএর বামপাশে প্রদর্শিত হয়। কিন্তু কেমন হবে যদি আইকনটি নিজের পছন্দমত একটি আইকনে পরিবর্তন করে দেয়া যায়? এমনকি তা হতে পারে নিজের ছবিটিও। কাজটি খুবই সোজা। এর জন্য প্রথমে 16pxX16px সাইজের একটি PNG আইকন তৈরী করে নিন এবং আপনার ব্লগে যেকোন একটি পেজ এ আপলোড করুন (অন্যকোন সার্ভারে হলেও অসুবিধা নেই)। আপনার আইকনটির ইউআরএল কপি করে রাখুন। এবার আপনার ড্যাশবোর্ড থেকে Layout এর অন্তর্গত Edit HTML এ যান এবং নিচের কোডটি খুজে বের করুন।

ঠিক তার নিচের লাইনে নিচের কোডটি যুক্ত করুন। উল্লেখ্য এখানে URL of your icon file এর স্থলে আপনার আইকনের ইউআরএল দিতে হবে। ব্যাস আপনার কাজ শেষ। এবার Preview বাটনে ক্লিক করে দেখে নিন সঠিকভাবে আইকনটি পরিবর্তিত হয়েছে কিনা। এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন।

<link href='URL of your icon file' rel='shortcut icon' type='image/png'/>

৩টি মন্তব্য:

  1. আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

    উত্তরমুছুন
  2. আরে ভাই কতদিন ধইরা এই টিপস খুজতেছি ভাই আজকে পাইলাম। অনেক ধণ্যবাদ। সম্মাননা জায়গা তো দেখছি না কি করি বলেনতো?

    উত্তরমুছুন